শেরপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। আজ শনিবার (১৭ মে) সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়)’ দ্রুত অনুমোদন ও জানুয়ারি-২০২৫ থেকে বকেয়া বেতন ভাতাসহ ৫ দফা দাবিতে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার প্রায় ১ হাজার প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মউশিক জেলা শাখার শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার মোবারক হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাস্টার ট্রেনার খলিলুর রহমান, সুপারভাইজার মাওলানা মুতাসিন বিল্লাহ, ফিড সুপারভাইজার শহীদুল্লাহ, মাউসিক জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মারুফুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ