বরিশালের হিজলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩৪ ড্রাম গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ শনিবার ভোর রাতে এ অভিযান করা হয় বলে জানিয়েছেন হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি জানান, ভোররাতে মেঘনা নদীর মেমানিয়ার দুর্গাপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয় কোস্ট গার্ডের হিজলা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল। এ সময় একটি ট্রলারে ৩৪ ড্রামে ভর্তি ৫০ লাখ ১০ হাজার গলদা চিংড়ির রেণু উদ্ধার করে। উদ্ধার করা চিংড়ি রেণুর আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা।
মৎস্য কর্মকর্তা বলেন, রেণুগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে। ট্রলারটি নিলামে বিক্রি করার জন্য জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ