রংপুরে পাঁচ দফা দাবিতে মানববন্ধন সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে সমাজে বড় অবদান রাখছে। ফলে সামাজিক স্থিতিশীলতা তৈরী হয়েছে। এ প্রকল্পের আওতায় শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষা প্রদান করা হচ্ছে। এ প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা-কর্মচারীরা চলতি বছরের জানুয়ারি থেকে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। তাই অবিলম্বে প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদের আগেই সকল জনবলের বকেয়া পাঁচ মাসের বেতন-ভাতা প্রদান, প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্ব ভুক্ত করা, সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ে প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর, কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভুক্ত করে বেতন প্রদান এবং শিক্ষকদের বেতন-ভাতা সম্মানজনক হারে বৃদ্ধি করার দাবি জানানো হয়। এরপর তারা জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের কাছে একটি স্বারকলিপি প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন, গঙ্গাচড়া উপজেলার শিক্ষক লেলিজা খাতুন, সদরের লাকি আক্তার, মিঠাপুকুরের রেজাউল ইসলাম, তারাগঞ্জের শাকিল আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ