কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এই উৎসবে ২৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
‘ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানে শনিবার (১৭ মে) কুমিল্লা নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে এই আয়োজন করা হয়। আন্তঃকলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমিক) ও ভারপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়ার সভাপতি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা মো. সাঈম মিয়া, আন্তঃকলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্য আবুল হাসনাত বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কুমিল্লা বোর্ডের অধীন ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একক, দ্বৈত ও দলগতভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/জামশেদ