২২ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:২৯

সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের জন্ম দিনে ভিন্ন আয়োজন

অনলাইন ডেস্ক

সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের জন্ম দিনে ভিন্ন আয়োজন

ভিন্ন আয়োজনে পালিত হতে যাচ্ছে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট সাইমনেতা সোমমারুগার জন্ম দিন। আগামী ১৪ মে ৬০ বছরে পা দেবেন তিনি। রাষ্ট্রপ্রধান হিসেবে তার এবারের জন্মদিনটি মহা ধুমধামে উদ্যাপনের প্রস্তুতি চলছে। তবে অনুষ্ঠানটি সাজানো হয়েছে ব্যতিক্রমী আয়োজনে। খবর স্কাই নিউজের। জন্ম দিনের অনুষ্ঠানে কোনো পদস্থ কর্মকর্তা বা গণ্যমান্য ব্যক্তি নয়, বরং নিমন্ত্রণ জানানো হবে সোমমারুগার সঙ্গে একই দিনে জন্ম নেওয়া সুইস নাগরিকদের। তবে কোথায় সেই অনুষ্ঠানের আয়োজন করা হবে, সেটা গোপন রাখা হয়েছে। 

সুইজারল্যান্ডে প্রেসিডেন্ট পদ সাধারণত আলংকারিক। প্রতিবছর পয়লা জানুয়ারিতে নতুন কেউ প্রেসিডেন্ট পদে বসেন। শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হন। সোমমারুগা সোশ্যালিস্ট পার্টির সদস্য। এর আগে ২০১৫ সালেও একবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি।

সোমমারুগার জন্ম ১৯৬০ সালে। ওই বছর সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন ৯৪ হাজার ৩৭২ জন। সোমমারুগা যেদিন জন্মেছিলেন, সেদিন মোট কতজনের জন্ম হয়েছিল,  সেটি জানা যায়নি। ওই বছর দিনে গড়ে জন্ম নিয়েছেন প্রায় ২৫৮ জন। তাই  সোমমারুগার জন্মদিনে মোটামুটি ২৫৮ জন দাওয়াত পেতে পারেন। অনুষ্ঠানে যোগ দিতে চাইলে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন করতে হবে। প্রেসিডেন্টের ওয়েবসাইটে গিয়ে  তাদের পাসপোর্টের কপি জমা দিতে হবে। জন্মতারিখের বিষয়টি নিশ্চিত হতেই এই উদ্যোগ। 

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর