পশ্চিমাঞ্চলীয় রাজ্য নেভাদায় ডেমোক্রেটিক ককাসে শনিবার জয় পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। তিনি যে বড় ব্যবধানে জিতবেন তা আগে থেকেই ধারনা করা হচ্ছিল।
জেতার মাধ্যমে ডেমোক্রেট দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে গেলেন বার্নি। এর আগে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে জয় পেয়েছিলেন তিনি। তবে চূড়ান্ত মনোনয়ন পেতে আরও বহুদূর পথ পাড়ি দিতে হবে তাকে। চার মাস দীর্ঘ এই প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় মনোনয়নপ্রত্যাশীদেরকে ভোটারদের বোঝাতে হবে তিনিই কেন ট্রাম্পকে চ্যালেঞ্জ করার জন্য সেরা প্রার্থী।
এ বছরের নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দল থেকে লড়বেন।
বিডি প্রতিদিন/ফারজানা