মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় বাছাইপর্বে নেভাডা অঙ্গরাজ্যের ককাসে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স।
ভারমন্টের সিনেটর নেভাডা ককাসে ৪৬ শতাংশ ভোট পান। খবর দ্য গার্ডিয়ান'র।
খবরে বলা হয়, ২২ শতাংশ পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন আরেক ডেমোক্র্যাট প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। আর তৃতীয় হয়েছেন পিট বুটিগিয়েগ।
এদিকে ককাসে স্যান্ডার্সের জয়ে অভিনন্দন জানিয়েছেন আরেক ডেমোক্র্যাট প্রার্থী এলিজাবেথ ওয়ারেন। যিনি চতুর্থ হয়েছেন।
এদিকে নিউ হ্যাম্পশায়ার ও নেভাডার মত শেতাঙ্গ আধিপত্যবাদী রাজ্যগুলোতে বার্নি স্যান্ডার্সের জয় অবাক করেছে বিশ্লেষকদের।
বিডি প্রতিদিন/হিমেল