উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে কয়েকশো মানুষ যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভ করেছে।
আন্দোলনকারীদের দাবি, সাংবাদিকতা কোন অপরাধ নয়, তাই অ্যাসাঞ্জকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এসময় বিক্ষোভকারীরা তার সমর্থনে নানা ধরনের স্লোগান দেন।
আগামীকাল অ্যাসাঞ্জের যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিষয়ে শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। লন্ডনের একটি আদালতেই ঠিক হবে জুলিয়ানকে মার্কিন প্রশাসনের হাতে তুলে দেয়া হবে কিনা।
প্রসঙ্গত, প্রায় ৭ বছর লন্ডনে ইকুয়েডর দুতাবাসে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর গেল বছরের এপ্রিলে অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ