২৩ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:২৯

আনোয়ার ইব্রাহিমের হাতে কি ক্ষমতা তুলে দিচ্ছেন ড. মাহাথির?

অনলাইন ডেস্ক

আনোয়ার ইব্রাহিমের হাতে কি ক্ষমতা তুলে দিচ্ছেন ড. মাহাথির?

ড. মাহাথির-আনোয়ার ইব্রাহিম

প্রতিশ্রুতি অনুযায়ী পিকেআর দলের প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমের হাতে কি ক্ষমতা তুলে দেবেন ড. মাহাথির মোহাম্মদ। নাকি তিনিই থাকবেন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী পদে! 

এদিকে, পাকাতান হারাপানের প্রেসিডেন্সিয়াল কাউন্সিল নেতৃত্ব পরিবর্তনের ক্ষেত্রে আনোয়ার ইব্রাহিমকে চায় না। তারা চায় পার্তি প্রিভুমি বারসাতু মালয়েশিয়ার চেয়ারম্যান ড. মাহাথির মোহাম্মদই ক্ষমতায় থাকুন এবং মেয়াদ পূর্ণ করুন। যদি তা-ই হয় তাহলে, আনোয়ার ইব্রাহিমের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরাই থেকে যেতে পারে। 

শনিবার রাতে সংবাদ সম্মেলন করেছেন ড. মাহাথির মোহাম্মদ। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পদ থেকে কখন সরে যাবেন এবং আনোয়ার ইব্রাহিমকে সুযোগ করে দেবেন- এ বিষয়ের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, বিষয়টা এখন আমার ওপর নির্ভর করে। ফলে সংবাদ সম্মেলন থেকে যখন সবাই চলে যান তখন সেখানে উপস্থিত ছিলেন উপপ্রধানমন্ত্রী ও আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ড. উয়ান আজিজাহ উয়ান ইসমাইল। এ সময় তিনি তার স্বামী আনোয়ার ইব্রাহিমের হাত স্পর্শ করে যেন শান্ত্বনা দিচ্ছিলেন।

যেন ভেঙে পড়ার মুহূর্তে তার স্ত্রী তার পাশে এসে দাঁড়িয়েছেন। এ নিয়ে মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার একাধিক রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, নেতৃত্ব পরিবর্তন নিয়ে পাকাতান হারাপান প্রেসিডেন্সিয়াল কাউন্সিল যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে নেতাকর্মী ও সমর্থকদের প্রশমিত ও আশ্বস্ত করে সিদ্ধান্ত মেনে নেয়ার বিষয়ে বল এখন পিকেআর প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমের কোটে। 

রাজনৈতিক বিশ্লেষক ইউনিভার্সিটি সেইনস মালয়েশিয়ার প্রফেসর ড. সিভামুরুগান পান্ডিয়ান বলেছেন, শুক্রবার রাতে যে বৈঠক হয়েছে তাতে নির্ধারণ করার কথা ছিল যে, প্রধানমন্ত্রী মাহাথির কবে কোন তারিখে ক্ষমতা হস্তান্তর করছেন আনোয়ার ইব্রাহিমের কাছে। কিন্তু তা ঘটেনি। ঘটেছে অন্য ঘটনা। 

তিনি আরো বলেন, ওই বৈঠকে উপস্থিতরা বর্তমান প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের প্রতিই সমর্থন দিয়েছেন। তারা চাইছেন তিনিই প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থেকে মেয়াদ পূর্ণ করুন। কিন্তু যারা আশা করছিলেন এ বছর যত তাড়াতাড়ি হোক, মে মাস নাগাদ দেশের অষ্টম প্রধানমন্ত্রী হোন আনোয়ার ইব্রাহিম, তাদের পক্ষে এই সিদ্ধান্ত মেনে নেয়া কঠিন। তারা হয়তো আবেগ দিয়ে এর প্রতিশোধ নিতে চেষ্টা করবেন। যদি আনোয়ার ইব্রাহিম শুক্রবারের সিদ্ধান্ত মানতে তাদের আয়ত্তে আনতে না পারেন তাহলে রাজনৈতিক দৃশ্যপটের অবনতি ঘটবে। তার মতে, নয় মাসের মধ্যে অনেক ঘটনা ঘটে যেতে পারে। যদি জোট সরকারের মধ্যে আভ্যন্তরীণ লড়াই ছাড়াও হুমকি, আস্থায় সঙ্কট অব্যাহত থাকে তাহলে তা ক্ষমতা হস্তান্তরের চেয়ে বড় কিছু হয়ে উঠবে।  

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর