২৫ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:১৩

সোয়াইন ফ্লুতে আক্রান্ত ভারতের সুপ্রিম কোর্টের ৬ বিচারপতি

অনলাইন ডেস্ক

সোয়াইন ফ্লুতে আক্রান্ত ভারতের সুপ্রিম কোর্টের ৬ বিচারপতি

সোয়াইন ফ্লু (H1N1) ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সুপ্রিম কোর্টের ৬ বিচারপতি। সাধারণভাবে এই ভাইরাসের পরিচিতি সোয়াইন ফ্লু হিসেবে। সংবাদসংস্থা এএনআই এ খবর প্রকাশ করেছে।

শীর্ষ আদালতের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের উদ্ধৃতি দিয়ে এএনআই জানিয়েছে, বিচারপতি চন্দ্রচূড় ওই ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশিকা জারি করতে অনুরোধ করেছেন প্রধান বিচারপতিকে। ঠিক হয়েছে সুপ্রিম কোর্টের ব্যবস্থাপনায় টীকা দেওয়ার ব্যবস্থা করা হবে আইনজীবীদের। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ২ নম্বর ঘরে বিচারপতি সঞ্জীব খান্নাকে মাস্ক পরে থাকতে দেখা গিয়েছে।

প্রধান বিচারপতি বিষয়টি নিয়ে বৈঠকে করেছেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রধান দুষ্মন্ত দাভের সঙ্গে। ওই ভাইরাস মোকাবিলায় ১০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব করেছেন দাভে। কয়েক দিনের মধ্যে টীকা দেওয়ার ব্যাপার নোটিস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর