২৬ ফেব্রুয়ারি, ২০২০ ১০:৩৭
নিহত ১৮

সাম্প্রদায়িক রূপ নিয়েছে দিল্লির সহিংসতা, দেখামাত্রই গুলির নির্দেশ

অনলাইন ডেস্ক

সাম্প্রদায়িক রূপ নিয়েছে দিল্লির সহিংসতা, দেখামাত্রই গুলির নির্দেশ

ভারতের রাজধানী দিল্লির উত্তর-দক্ষিণাঞ্চলে বিক্ষোভ সহিংস রূপ ধারণ করেছে। এতে ১৮ জন মারা গেছে। দোকান-গাড়িতে আগুন দেয়া হয়েছে। সহিংসতা সাম্প্রদায়িক রূপ নিয়েছে এবং আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে।

সহিংসতায় পুলিশের হেড কনস্টেবল রতন লাল প্রাণ হারিয়েছেন। সংঘবদ্ধগোষ্ঠীগুলো একে অপরের ওপর হামলা করছে। এতে বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় দিল্লির জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ ও কারাবাল নগরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।  এসব এলাকায় বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ।

ভারতের দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। সূত্র: দ্য হিন্দু

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর