শিরোনাম
২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৩:১১

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির আরও একটি ড্রোন ভূপাতিত

অনলাইন ডেস্ক

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির আরও একটি ড্রোন ভূপাতিত

ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সীমান্তবর্তী নাজরান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র জানিয়েছে, নাজরান প্রদেশের আল সওয়া এলাকার পার্বত্যাঞ্চলে গোয়েন্দাবৃত্তির জন্য উড়ছিল। 

এ অবস্থায় ইয়েমেনি বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি ভূপাতিত করে। ওই সূত্র জানায়, ড্রোনটি ভূপাতিত করার কাজে ইয়েমেনি সেনারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

নতুন ধরনের চারটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করার কয়েকদিন পর ইয়েমেনি সেনারা এই ড্রোন ভূপাতিত করল। ইরানের সামরিক বাহিনী দাবি করছে, নতুন ক্ষেপণাস্ত্র যুদ্ধের সামগ্রিক পরিস্থিতি বদলে দেবে। এদিকে, গতকালও ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সা’দা প্রদেশে বেসামরিক জনগণের ওপর সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী সেনারা গোলাবর্ষণ করে। তবে এসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় নি। সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর