২৮ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:০৭

বন্যার কবলে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ

অনলাইন ডেস্ক

বন্যার কবলে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ

ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল। টেক্সাস ও হিউস্টনে কয়েক দিনের বৃষ্টিপাতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে শহরের বেশির ভাগ রাস্তাঘাট। ফায়ার সার্ভিসের নেতৃত্বে চলছে উদ্ধার অভিযান।

এদিকে, পেরুতে কয়েক দিনের বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে কমপক্ষে তিনজনের। আহত হয়েছে অনেকে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশ বাড়িঘর।

দেশটির আবহাওয়া বিভাগের পূর্বাভাস বলছে, আরও কয়েক দিন অব্যাহত থাকবে বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতি। 

ইন্দোনেশিয়ার জাকার্তাতেও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় আটকা পড়েছে বহু মানুষ। উদ্ধার অভিযানের পাশাপাশি দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা।

ইন্দোনেশিয়া ছাড়াও ব্রাজিল এবং আর্জেন্টিনাতে বন্যা ও ভূমিধসের দেখা দিয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর