নতুন নাগরিকত্ব আইন (সিএএ) পাসের দ্বারা সৃষ্ট বিধানসমূহ ও ভারতে মুসলমানদের অবস্থা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য এম জে আকবর। তিনি বলেন, ভারতের নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে ভুল তথ্যা ছড়ানো হচ্ছে। কারণ, সংবিধান ভারতের নাগরিকদের ধর্ম নির্বিশেষে সকলকে সমান অধিকার প্রদান করেছে।
শুক্রবার জাতিসংঘের জেনেভাস্থ কার্যালয়ের আয়োজিত ''ভারতের নাগরিকত্ব সংশোধন আইন এবং ভুল তথ্য ছড়ানো'' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্ষীয়ান সাংবাদিক এম জে আকবর বলেন, ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বহুত্ববাদ এবং সংবিধান ধর্ম নির্বিশেষে সকলকে সমান অধিকার প্রদান করে। তারপরও ভারত যদি কোনো 'ইজম' গ্রহণ করে সেটা হলো একমাত্র গণতন্ত্র। তিনি ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর উদ্ধৃতি দিয়ে তার বক্তব্য শেষ করেছিলেন এভাবে, ''হিন্দু ও মুসলমান এক। সৃষ্টিকর্তা তাদের সৃষ্টি করেছেন এবং তাদের কেউ আলাদা করতে পারে না।''
আলোচনা সভায় ভারতের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসি, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ফুলভিও মার্টাস্কিলো, সাংবাদিক আতিকা আহমেদ ফারুকী এবং দক্ষিণ এশিয়া ডেমোক্র্যাটিক ফোরামের নির্বাহী পরিচালক (এসএডিএফ) পাওলো ক্যাসাকা।
সভাটি পরিচালনা করেন ইউরোপীয় কমিশনের প্রাক্তন পরিচালক এবং দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ ব্রায়ান টোল।
বিডি-প্রতিদিন/মাহবুব