মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর গুলিতে শিশুসহ পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন রোহিঙ্গা। খবর রয়টার্সের।
প্রতিবেদনে একজন সংসদ সদস্য ও স্থানীয় দুই বাসিন্দার বরাত দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, বৌদ্ধ বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি এবং সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় এসব জাতিগত মুসলিম রোহিঙ্গা নিহত হন। রাখাইনে বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র লড়াই করে আসছে আরাকান আর্মি।
আঞ্চলিক সাংসদ তুন থার সেইন এবং বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র খিনে থু খা জানান, ঐতিহাসিক মন্দিরের শহর ম্রাউক উ শহরে অতিক্রম করার সময় একটি সামরিক বহরে বিদ্রোহীরা হামলা চালালে এ সংঘর্ষের শুরু হয়।
আরাকান আর্মির মুখপাত্র খিনে থু খা বেসামরিক নাগরিক হতাহতের জন্য সেনাবাহিনীকে দায়ী করেছেন।
নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক রোহিঙ্গা শিশু রয়েছে। তবে আহত রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে। এই সংখ্যা ৬ থেকে ১১ জন হতে পারে।
বিডি প্রতিদিন/কালাম