ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত ৫ বছরে বিদেশ ভ্রমণে খরচ হয়েছে ৪৪৬.৫২ কোটি রুপি। বুধবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় বহুজন সমাজ পার্টির এক সদস্যের প্রশ্নে কেন্দ্রী মন্ত্রী ভি মুরালিধরন এসব তথ্য জানান।
ক্ষমতাগ্রহণের পর ২০১৫-১৬ বছরে মোদির বিদেশ ভ্রমণে বেশি ব্যয় হয়েছে, ১২১.৮৫ কোটি রুপি। ২০১৬-১৭তে সবচেয়ে কম খরচ হয়েছে ৭৮.৫২ কোটি রুপি।
এছাড়া ২০১৭-১৮তে খরচ হয়েছে ৯৯.৯০ কোটি এবং ২০১৮-১৯ এ খরচ হয়েছে ১০০.০২ কোটি রুপি। ২০১৯-২০ বছরে খরচ হয়েছে ৪৬.২৩ কোটি রুপি। তবে এর পরিমাণ বাড়তে পারে কারণ ২০১৯-২০ মোদির সব ভ্রমণের খরচের তথ্য এখনো পাওয়া যায়নি।
সূত্র: হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা