মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাপ্তরিক আচরণকে দেশটির বেশিরভাগ জনগণ পছন্দ করেন না। এছাড়া, প্রেসিডেন্ট ট্রাম্প বেশিরভাগ ইস্যু যেভাবে মোকাবেলা করেন তার সঙ্গেও দেশের জনগণ একমত নন।
নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। পিউ রিসার্চ সেন্টার এ জরিপ চালিয়েছে এবং বৃহস্পতিবার তার ফলাফল প্রকাশ করা হয়েছে। জরিপে দেখা যাচ্ছে- মাত্র শতকরা ১৫ ভাগ মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের দাপ্তরিক আচরণ পছন্দ করেন বলে জানিয়েছেন।
শতকরা ৫৩ ভাগ মানুষ বলেছেন তারা ট্রাম্পের আচরণ পছন্দ করেন না। আর ৩০ ভাগ মানুষ ট্রাম্পের আচরণ সম্পর্কে মিশ্র অনুভূতি প্রকাশ করেছেন।
দেশের সমস্যা মোকাবেলার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকার প্রতি অনাস্থা জানিয়েছেন শতকরা ৫৮ ভাগ মানুষ। আর শতকরা ৪২ ভাগ মানুষ বলেছেন, তারা ট্রাম্পের ভূমিকা সমর্থন করেন। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক