আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের জন্য সুইজারল্যান্ড যে বিশেষ আর্থিক চ্যানেল খুলেছে তাতে যোগ দেওয়ার জন্য দেশটির ৫০টি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। সুইস টিভি চ্যানেল এসআরএফ’কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির অর্থনীতি বিষয়ক সচিবালয়ের পরিচালক ম্যারি গ্যাব্রিয়েল ফ্লাইশ এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকারে তিনি কোনও কোম্পানির নাম উল্লেখ না করে বলেন, এ ধরনের কোম্পানির সংখ্যা দিন দিন আরও বাড়বে। ইরান ও সুইজারল্যান্ডের মধ্যকার বিশেষ আর্থিক চ্যানেল সাফল্যের সঙ্গে কাজ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।
কিন্তু সুইজারল্যান্ডের পক্ষ থেকে চালু করা এই আর্থিক চ্যানেল সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আব্দুন নাসের হেম্মাতি বলেছেন,আমেরিকা অবৈধ নিষেধাজ্ঞা আরোপ ও চাপ প্রয়োগ করে বিদেশে অবস্থিত ইরানের অর্থ ও সম্পদ আটকে রাখার ব্যবস্থা করেছে।তিনি বলেন, সুইজারল্যান্ডের কথিত বিশেষ চ্যানেল থেকে ইরান এখনো কোনো আর্থিক সুবিধা পায়নি।
এদিকে ইরান যাতে কৃষিপণ্য ও ওষুধ আমদানি করতে পারে সেজন্য সুইজারল্যান্ডের মাধ্যমে একটি বিশেষ আর্থিক চ্যানেল চালু করার যে দাবি আমেরিকা করেছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, এ কাজে আমেরিকার সদিচ্ছা থাকলে বিষয়টি গণমাধ্যমে প্রচার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করত না ওয়াশিংটন।
তবে বাস্তবতা হচ্ছে, সুইজারল্যান্ড বিশেষ চ্যানেল চালু করে ইরানের চিকিৎসা খাতে সাহায্য করার যে চেষ্টা করছে তাতেও নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে মার্কিন সরকার।
আমেরিকা ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর ভয়াবহ নিষেধাজ্ঞা আরোপ করেছে। সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/কালাম