ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় একটি কুখ্যাত সন্ত্রাসী চক্রের তৎপরতা চিহ্নিত এবং ধ্বংস করার খবর দিয়েছে। রবিবার ইরানি বাহিনীর অভিযানের মুখে সন্ত্রাসী চক্রের নেতা ইলিয়াস নারোই ওরফে জুবায়ের নিহত হয়েছেন।
ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান এবং বালুচিস্তানে এ চক্রকে ধ্বংস করে দেওয়া হয়। চক্রটির সঙ্গে কুখ্যাত সন্ত্রাসীগোষ্ঠী জইশেল আদলের যোগসাজশ ছিল।
জটিল এবং নিবিড় গোয়েন্দা তৎপরতার মধ্য দিয়ে ইরানি সীমান্তের ওপর পারে এ চক্রকে চিহ্নিত করা হয়। ইরানের ভেতরে ঢোকার পর গোয়েন্দা বাহিনীর পাতা জালে ধরা পড়ে এ চক্রের সদস্যরা।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাদেশিক নিরাপত্তা বাহিনীর আজ চালানো অভিযানে সন্ত্রাসী চক্রের নেতা জুবাইর নিহত হয়।
ইরানের নিরাপত্তা বাহিনী নানা ধরণের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। পাশাপাশি বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করার খবর দেয়া হয়। সিস্তান এবং বালুচিস্তানের প্রাদেশিক রাজধানী জাহেদানে সামরিক ও নিরাপত্তার সঙ্গে জড়িত লক্ষ্যবস্তু শনাক্ত করা এবং তাতে হামলার ষড়যন্ত্র করছিল জুবায়ের। তবে সে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
নিখশাহারে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ওপর হামলাসহ ভয়াবহ অনেক সন্ত্রাসী হামলায় জড়িত ছিল নিহত সন্ত্রাসী। জাহেদান এবং খাশ শহরের মধ্যে টহলের সময়ে আইআরজিসি’র ওপর এ হামলা চালানো হলে বিপ্লবী বাহিনীর ২৭ সদস্য মর্মান্তিক ভাবে শহিদ হয়েছিলেন। সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/কালাম