প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে সামরিক মহড়া কাটছাঁট করেছে মার্কিন বাহিনী। এর অংশ হিসেবে মার্কিন বাহিনী চলমান মহড়ায় কম সংখ্যক সেনা পাঠাচ্ছে।
বুধবার ইউরোপে মার্কিন কমান্ডের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।
মার্কিন কমান্ডো এক বিবৃতিতে বলেছে, সতর্কতার সঙ্গে পর্যালোচনার পর তারা চলমান ‘ডিফেন্ডার ইউরোপ-২০’ মহড়ায় কমসংখ্যক সেনা পাঠাবে।
চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে এ মহড়াকে আমেরিকা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।
গত ৬ মার্চ থেকে জার্মানির উইজবাডেনে ডিফেন্ডার ইউরোপ ২০ মহড়া শুরু হয়েছে এবং এতে আমেরিকা ২০ হাজার সেনা পাঠাবে বলে কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে আমেরিকা এই সেনা সংখ্যা এখন কমিয়েছে। তবে ঠিক কত সেনা পাঠাবে আমেরিকা তা পরিষ্কার করে নি মার্কিন কমান্ড।
এর আগে ইসরায়েলের সঙ্গে আমেরিকার সামরিক মহড়া বাতিল হয়েছে। পাশাপাশি ইউরোপে নিযুক্ত মার্কিন কমান্ডের কমান্ডার ক্রিস্টোফার কাভোলি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর বেরিয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত