ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) এর জন্য দেশের কোন নাগরিককে তথ্য দিতে হবে না বলে জানিয়ে দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বৃহস্পতিবার রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো তথ্য দিতে না চায়, তবে এই ব্যাপারে তাকে কোন প্রশ্ন করা হবে না। আপনার কাছে যদি কোন নথি না থাকে তবে, আপনি তা জমা নাও দিতে পারেন। এর আগেও এনপিআর তৈরিতে কোন তথ্য দিতে হয়নি এবং এবারও তাই হবে।"
প্রসঙ্গত এনপিআর' এ বাবা মায়ের জন্ম তারিখ, জন্ম স্থান সম্পর্কে তথ্য দিতে হবে বলে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। দেশজুড়ে এনপিআর বিরোধিতা করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি সহ বিরোধীদের একাংশ।
অন্যদিকে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে এদিন রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ভারতের মুসলিমদের বলতে চাই যে, তারা যেন গুজবে কান না দেয়। দেশের সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের ভয় দেখানো দেখানো হচ্ছে যে, নতুন নাগরিকত্ব আইন তাদের নাগরিকত্ব কেড়ে নেবে। কিন্তু এটি আদৌ ঠিক নয়। এই আইন নাগরিকত্ব কেড়ে নেবে না বরং তা প্রদান করবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন