বিশ্বেজুড়ে আতঙ্কের পরিস্থিতি। গোটা বিশ্ব গভীর সঙ্কটে রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।করোনাভাইরাস প্রসঙ্গে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি এই মন্তব্য করেন।
মোদি বলেন, এখনও পর্যন্ত করোনাভাইরাসের কোনও প্রতিষেধক বের হয়নি। বিশ্বের বিভিন্ন দেশ মানুষকে আইসোলেট করে পরিস্থিতি সামাল দিচ্ছে।
মোদি আরও বলেন, 'ভারত ১৩০ কোটির দেশ, প্রগতিশীল দেশ। আমাদের দেশে করোনার প্রভাব সামাল দেওয়া সহজ নয়। আমরা এই মহামারি ঠেকাতে একজন দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব পালন করব। কেন্দ্রীয় সরকারের সব নির্দেশ পালন করতে হবে, সেই সংকল্প নিতে হবে।'
আগামী কয়েক সপ্তাহ বাড়ি থেকেই কাজ করার চেষ্টা করুন। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'আপনি যদি মনে করেন যে আপনি ঠিক আছেন, আপনার কিছু হবে না। এই ভেবে যদি সব জায়গায় ঘোরাফেরা করেন, তাহলে আপনি ঠিক নন। আপনি আপনার পরিবারের সঙ্গে অন্যায় করবেন। সামাজিক দূরত্ব অত্যন্ত জরুরি। সংকল্প বা সংযমের দ্বারাই এই ভাইরাস থেকে বাঁচতে হবে।'
আমরা সংক্রমণ থেকে নিজেদের বাঁচাব, অন্যদেরও বাঁচাব। আমরা সুস্থ থাকলে, জগৎ সুস্থ থাকবে। সূত্র:আনন্দবাজার, কলকাতা২৪
বিডি প্রতিদিন/আরাফাত