আবারও ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানের টেলিভিশন চ্যানেল পিটিভি নিউজ এ খবর জানিয়ে বলেছে, ইমরান খান শুক্রবার করোনাভাইরাস মোকাবিলায় গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান।
ইমরান খান বলেন, ইরান আমেরিকার পক্ষ থেকে আরোপিত নিপীড়নমূলক নিষেধাজ্ঞার শিকার এবং এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তেহরান আরও নির্বিঘ্নে করোনাভাইরাসবিরোধী অভিযান চালাতে পারবে।
তিনি বলেন, ইরানের ওপর আরোপিত একতরফা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করতে তিনি বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানাচ্ছেন।
ইমরান খান গত সপ্তাহেও ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন। সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/কালাম