ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রের পর এবার করোনাভাইরাস বা কোভিড-১৯ এর ভয়াল রূপ দেখছে রাশিয়া। সেখানে মাত্র চারদিনেই আক্রান্ত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। রাশিয়ায় টানা চতুর্থ দিনের মতো একদিনে ১০ হাজারের বেশি সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। খবর বিবিসির।
রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস রেসপন্স সেন্টার বুধবার এক বিবৃতিতে রোগী শনাক্তের এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, গত ৩ মে রাশিয়ায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন ১০ হাজার ৬৩৩ জন, ৪ মে ১০ হাজার ৫৮১ জন ও ৫ মে শনাক্ত হয়েছেন ১০ হাজার ১০২ জন।
বুধবার রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস সেন্টার জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬৫ হাজার ৯২৯ জন। মারা গেছেন ১ হাজার ৫৩৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৩২৭ জন। রাশিয়ায় করোনা সংক্রমণের হটস্পট এখনও মস্কো।
বিডি-প্রতিদিন/শফিক