প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। করোনা চিতিৎসা দিতে গিয়ে প্রাণ গেছে বহু চিকিৎসকের।এদিকে করোনা থেকে মেডিকেল কর্মীদের সুরক্ষায় তুরস্কের কাছ থেকে সম্প্রতি চার লাখ সার্জিক্যাল গাউন কিনে এখন বিপাকে পড়েছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানায়, গত কয়েকমাস ধরে করোনাভাইরাস মহামারীতে পর্যদুস্ত যুক্তরাজ্য। শুরু থেকেই দেশটির স্বাস্থ্যকর্মীরা পিপিই সংকটের বিষয়ে অভিযোগ তুলেছেন। মাস্ক, গ্লাভস, গাউন ছাড়া করোনা রোগীদের সংস্পর্শে গিয়ে চিকিৎসা দেয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা
এ কারণে সংকট কাটাতে গত এপ্রিলে তুরস্ক থেকে বিপুল সংখ্যক গাউন কেনার ঘোষণা দেয় ব্রিটিশ সরকার। কিছুদিন পর সেসব গাউন নিয়ে দেশে ফেরে বিমানবাহিনী। তবে সম্প্রতি দেশটির সরকার নিশ্চিত করেছে, তুরস্ক থেকে আনা গাউনগুলো মানসম্মত নয়। এ কারণে সেগুলো এনএইচএস কর্মীদের সরবরাহ করা যাচ্ছে না।
এ ঘটনায় তুরস্কের কাছে যুক্তরাজ্য ক্ষতিপূরণ দাবি করেছে কি না তা এখনও নিশ্চিত নয়।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩০ হাজার ৭৬ জন এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ১ হাজার ১০১ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন