অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে আরো হাজার হাজার অবৈধ ইহুদি বসতি নির্মাণের অনুমোদন দিয়েছেন ইসরাইলের যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেট। আন্তর্জাতিক প্রতিবাদ সত্ত্বেও ইসরাইল এই বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন করলো। গতকাল (বুধবার) ইফরাত নামে এই বসতি নির্মাণ পরিকল্পনা অনুমোদন দেন ইসরাইলের যুদ্ধমন্ত্রী।
পবিত্র বায়তুল মুকাদ্দাস শহর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে নতুন এই বসতি নির্মাণ করা হবে। এজন্য ২৭৫ একর বা ১.১১ বর্গকিলোমিটার এলাকা অধিগ্রহণ করা হবে। সেখানে সাত হাজার নতুন ইউনিট নির্মাণ করা হবে। ইসরাইলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে। গতকাল নাফতালি বেনেট নিজেই এই অনুমোদনের কথা জানান। তিনি বলেন, ইসরাইলের সামরিক প্রতিষ্ঠানগুলোকে বসতি নির্মাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক