করোনাভাইরাসের মহামারী সামলাতে গোটা বিশ্ব যখন কার্যত যুদ্ধকালীন পরিস্থিতিতে, ভারত-পাকিস্তানের কূটনৈতিক লড়াই কিন্তু অব্যাহত। এর আগে পাকিস্তান অধিকৃত গিলগিট এবং বাল্টিস্তানের রাজনৈতিক চরিত্র পরিবর্তনের নির্দেশ দিয়েছিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
বিষয়টি নিয়ে কড়া বিবৃতি দিয়ে উষ্মা প্রকাশ করে ভারত। শুক্রবার একটি অভিনব কায়দায় ওই পাকিস্তানের সিদ্ধান্তকে লঘু করে দেখানোর কৌশল নিয়েছে নয়াদিল্লি।
দেশের আবহাওয়া দফতর জম্মু ও কাশ্মীরকে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান এবং মুজাফফরাবাদ হিসেবে উল্লেখ করা শুরু করল। এই নাম পরিবর্তন প্রকাশ্যে আসে মঙ্গলবার উত্তর পশ্চিম ভারতের আবহাওয়ার পূর্বাভাসের সময়। এই দৈনিক পূর্বাভাস গোটা অঞ্চলের জন্যই করা হয়, কোনো বিশেষ জেলা বা উপজেলাকেন্দ্রীক নয়।
কূটনৈতিক সূত্রের মতে, এই নাম পরিবর্তন ঘটিয়ে একটি নির্দিষ্ট বার্তাই ইমরান সরকারকে দিতে চাইল সাউথ ব্লক। দেশের মোট ৩৬টি আবহাওয়া সংক্রান্ত সাব ডিভিশন রয়েছে। সাধারণত একটি রাজ্যে একটি আবহাওয়া সাব ডিভিশন থাকে। কিন্তু বড় রাজ্যের ক্ষেত্রে তা একাধিকও হয়।
কূটনীতিকদের মতে, গিলগিট এবং বাল্টিস্তানকে জম্মু ও কাশ্মীরের অন্তর্গত এলাকা হিসেবে ঘোষণা নিঃসন্দেহে ইসলামাবাদকে অস্বস্তিতে ফেলবে।
সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট সে দেশের সংবিধান সংশোধন করে আগামী সেপ্টেম্বরে সেখানে সাধারণ নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে। যত দিন পর্যন্ত নির্বাচন না হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার গড়ে প্রশাসন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর বিরুদ্ধে তিন দিন আগে তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণাল বলেছিল, ‘সম্পূর্ণ বেআইনি ভাবে গিলগিট ও বাল্টিস্তান জবরদখল করে রেখেছে পাকিস্তান। তাই সেখানে কোনো রকম প্রশাসনিক পরিবর্তন ঘটানোর অধিকার নেই পাক সরকারের।’’ সূত্র: আনন্দবাজার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন