২৬ মে, ২০২০ ১৭:৩২

'লকডাউনতো ফেল, এরপর কী?'‌‌ মোদিকে খোঁচা রাহুলের

অনলাইন ডেস্ক

'লকডাউনতো ফেল, এরপর কী?'‌‌ মোদিকে খোঁচা রাহুলের

ফাইল ছবি

চার পর্যায়ের লকডাউন। ৬০ দিন অতিক্রম করতে চলল। ইতিমধ্যে বেশ কিছু বিষয়ে ছাড়ের ঘোষণাও করেছে ভারত। কিন্তু দেশটিতে সংক্রমণ কমছে না। বরং আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। ইতিমধ্যে ভারতে প্রায় দেড় লাখের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত। 

গতকাল সোমবার ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫৩৫ জন। এই পরিস্থিতিতে কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকারকে তীব্র কটাক্ষ সাবেক কংগ্রেস সভাপতি তথা ওয়ানাদের সাংসদ রাহুল গান্ধীর। মোদির উদ্দেশে সরাসরি প্রশ্ন, লকডাউন তো ফেল করল। এরপর কী?‌ কারণ লকডাউন শুরুর পূর্বে নরেন্দ্র মোদির দাবি ছিল, লকডাউনে কমবে সংক্রমণ। কিন্তু তা কমার বদলে আরও বেড়ে চলেছে। 

আজ মঙ্গলবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, ‘‌করোনার সংক্রমণ বাড়ছে। এটা রুখতে কেন্দ্রের পরবর্তী পরিকল্পনা কী?‌ প্রধানমন্ত্রী যে দাবি করেছিলেন এই চার পর্যায়ের লকডাউন তো তা পূরণ করল না। ভারতই বিশ্বের একমাত্র দেশ, যারা কি না সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সময়েও লকডাউনে ছাড় দিচ্ছেন।’ 

এরপর টুইট করেও একই প্রশ্ন রাখেন রাহুল। তিনি লেখেন, ‘‌দুই ‌মাস আগে লকডাউন ঘোষণার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন ২১ দিনের লকডাউনেই করোনার বিরুদ্ধে যুদ্ধ জেতা যাবে। কিন্তু ৬০ দিন কেটে গেছে। আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। লকডাউন তা থামাতে পারেনি। কেন্দ্রের কাছে আমার প্রশ্ন- এরপর কী?‌ কি পরিকল্পনা নেওয়া হচ্ছে?‌ এই রোগকে হারাতে কী কী সাবধানতা অবলম্বন করা হচ্ছে? কীভাবে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা হবে?‌ ছোট ছোট সংস্থা এবং রাজ্য সরকারগুলোকেই বা কীভাবে সাহায্য করবে কেন্দ্র?‌‌’‌ 

এখানেই শেষ নয়, ভারতের অর্থমন্ত্রীর ঘোষণা করা আর্থিক প্যাকেজেরও সমালোচনা করেন রাহুল।


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর