১৮ জুন, ২০২০ ০১:২৬

দুর্ঘটনার কবলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর গাড়ি

যুক্তরাজ্য প্রতিনিধি

দুর্ঘটনার কবলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর গাড়ি

দুর্ঘটনার শিকার হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের গাড়ি।  সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে বেরিয়ে যাওয়ার সময় নিজের গাড়িতে দুর্ঘটনার শিকার হোন তিনি। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, বরিস জনসনের গাড়ির দিকে এক প্রতিবাদকারী ছুটে আসলে হঠাৎ ব্রেক করতে বাধ্য হন এর চালক। এতে জনসনের গাড়ির পেছনে নিরাপত্তায় নিয়োজিত গাড়িটি তার গাড়িকে ধাক্কা দেয়। ফলে বরিস জনসনকে বহনকারী গাড়ির পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসন দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন এবং তিনি অক্ষত আছেন।

পুলিশ জানিয়েছে, তারা বিক্ষোভকারীকে আটক করেছে। তাৎক্ষণিক বিপদজনক পরিস্থিতি এড়াতে পুলিশ তড়িৎ পদক্ষেপ নেয়।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর