ইংল্যান্ডে ঘরে বোমা বানানোর চেষ্টার অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে আদালতে হাজির করা হয়েছে। স্যোশাল সার্ভিসের উদ্বেগের প্রেক্ষিতে শুক্রবার ইংল্যান্ডের ইস্টলেইগ এলাকা থেকে এই কিশোরকে আটক করা হয়। তাকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সন্ত্রাসবাদ আইনে অভিযুক্ত করা হয়।
বয়স কম হওয়ায় আইনী কারণে নাম প্রকাশ করা হয়নি অভিযুক্ত কিশোরের। তবে ব্রিটেনে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে সবচেয়ে কম বয়সী কিশোর হচ্ছেন তিনি।
বিবিসি জানিয়েছে অভিযুক্ত কিশোরের পক্ষে আদালতে কেউ দাঁড়ায়নি। তাকে কিশোর ইয়ুথ সেন্টারে নেয়া হয়েছে। আদালতে বলা হয়েছে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আগামী ২২ জুন আবারও তাকে আদালতে হাজির করা হবে।
অভিযোগ করা হয়েছে কিভাবে বিস্ফোরক তৈরি করা যায় তা নিয়ে সে গবেষণা করছিলো, বিস্ফোরক ডিভাইস তৈরির লক্ষ্যে একাধিক ডিভাইসও সে তৈরি করে। এমনকি সে শহীদ হওয়ার ইচ্ছা পোষণ করে ভিডিও রেকর্ড করে।
বিডি প্রতিদিন/হিমেল