২ জুলাই, ২০২০ ১৫:১১

অ্যাপ ব্লক করা চীনের ওপর 'ডিজিটাল স্ট্রাইক', দাবি বিজেপি মন্ত্রীর

অনলাইন ডেস্ক

অ্যাপ ব্লক করা চীনের ওপর 'ডিজিটাল স্ট্রাইক', দাবি বিজেপি মন্ত্রীর

দেশবাসীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্যই চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এটা চীনের ওপর ডিজিটাল স্ট্রাইক। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ এ দাবি করেছেন।

লাদাখ সীমান্তে ভারত ও চীনা সৈনিকদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর আচমকা ৫৯ চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত। দেশটির আইন, যোগাযোগ, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর দায়িত্বে থাকা রবি শংকর প্রসাদ বলেন, ভারত শান্তি চায়। কিন্তু কেউ যদি খারাপ দৃষ্টিতে ভারতের দিকে তাকায়, তাহলে আমরাও যোগ্য জবাব দেব।

সীমান্তে ভারত ও চীনের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে সোমবার ভারতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় ৫৯টি চীনা মোবাইল অ্যাপকে। এই তালিকায় ছিল TikTok, Shareit এবং UC Browser-ও।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর