যুক্তরাজ্যের সংসদের এমপিরা সরকারের নতুন ইমিগ্রেশন বিলের পক্ষে অনুমোদন দিয়েছে। এতে বেক্সিটের অন্যতম একটি উদ্দেশ্য ইইউ'র সাথে অবাধ যাতায়ত বন্ধের পথে যুক্তরাজ্য আরও এক ধাপ এগিয়ে গেল।
এদিকে, ক্ষমতাশীন কনর্জারভেটিভ পার্টি এক টুইটে জানিয়েছে, আমরা অবাধ যাতায়তের বন্ধের দ্বার প্রান্তে রয়েছি এবং মানুষ যুক্তরাজ্যে আসবে তাদের দক্ষতার ভিত্তিতে, কোন অঞ্চল থেকে আসছে তার ভিত্তিতে নয়।
জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জুন) রাতে হাউজ অব কমন্সে এই বিলের পক্ষে ভোট পড়ে ৩৪২টি আর বিপেক্ষে পড়ে ২৪৮ ভোট। এখন বিলটি যুক্তরাজ্যের সংসদের উচ্চ কক্ষ হাউজ অব লর্ডসের অনুমোদনের অপেক্ষায় থাকল ।
প্রসঙ্গত, আইনটি চূড়ান্ত হলে ইইউ এবং ইইউ'র বাহিরে অন্যদেশ গুলোর নাগরিকেরা যুক্তরাজ্যে বসবাস এবং কাজের ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর