১৬ জুলাই, ২০২০ ০৮:৩৭

নামাজের সময় ঢেকে দেয়া হবে হায়া সোফিয়ার খ্রিস্টীয় চিহ্ন

অনলাইন ডেস্ক

নামাজের সময় ঢেকে দেয়া হবে হায়া সোফিয়ার খ্রিস্টীয় চিহ্ন

তুরস্কের সুপ্রিম কোর্টের নির্দেশে মসজিদে রূপান্তর হওয়া হায়া সোফিয়াতে নামাজের সময় ঢেকে দেয়া হবে ভেতরের খ্রিস্টীয় চিহ্নগুলো। চলতি মাসের ২৪ তারিখ থেকে হায়া সোফিয়াতে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। নামাজের সময় ছাড়া অন্যান্য সময় দর্শনার্থীদের জন্য হায়া সোফিয়া খোলা থাকবে, ঐতিহাসিক চিহ্নগুলো উন্মুক্ত থাকবে। দর্শনার্থীরা বিনা খরচে এটি পরিদর্শন করতে পারবে।

দেশটির ক্ষমতাসীন এ কে পার্টির মুখপাত্র ওমর সেলিক জানিয়েছেন, নামাজের সময় মসজিদটির ভেতরে থাকা খ্রিষ্টীয় চিহ্ন পর্দা কিংবা লেজারের মাধ্যম ঢেকে দেওয়া হবে। জাদুঘরের ভিতর বহু জায়গায় ঐতিহাসিক চিহ্ন রয়েছে। সেগুলোকে আপাতত নামাজের সময় ঢেকে রাখা হবে।

ষষ্ঠ শতাব্দীতে বাইজান্টাইন সাম্রাজ্যের অধিপতি সম্রাট প্রথম জাস্টিনিয়ানের নির্দেশে সোফিয়া নির্মিত হয়। ওই সময় এটিই ছিল পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। এরপর ১৪৫৩ সালে ইস্তাম্বুল অটোম্যান সাম্রাজ্যের দখলে গেলে একে মসজিদে পরিণত করা হয়। ১৯৩৪ সালে মুস্তফা কামাল আতাতুর্ক স্বাক্ষরিত এক ডিক্রিতে মসজিদটিকে জাদুঘরে পরিণত করা হয়। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর