আফগানিস্তানের বিমান হামলায় কান্দাহার প্রদেশে গত ২০ জুলাই ১২ পাকিস্তানি নাগরিকসহ ২৫ তালেবান জঙ্গি নিহত হয়েছে। ন্যাটো রেসকিউ সাপোর্ট গত কান্দাহারের তাখত-ই-পোল শহরে এ হামলা চালায়।
অভিযোগ করা হয়েছে, ওই তালেবান সদস্যরা আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল। কান্দাহারের পুলিশ প্রধান তাদিন খান, হামলার ছবি টুইট করেছেন। তিনি আরও জানিয়েছে, এসব পাকস্তানি নাগরিকরা আফগান তালেবানদের সঙ্গে যুক্ত হয়ে লড়াই করছিল।
গত ২২ জুলাই বিমান হামলায় আফগানিস্তানে ৪৫ জন নিহত হন, যার মধ্যে ৮ জন বেসামরিক নাগরিক ছিলেন। এর আগে ১৭ জুলাই এক হামলায় ৭২ তালেবান যোদ্ধা নিহত হন।
বিডি প্রতিদিন/ফারজানা