১২ আগস্ট, ২০২০ ১০:৪৩

করোনা আক্রান্ত হলে দেশে ঢুকতে পারবেন না মার্কিনীরা!

অনলাইন ডেস্ক

করোনা আক্রান্ত হলে দেশে ঢুকতে পারবেন না মার্কিনীরা!

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশটিতে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশের বাইরে যাওয়া আমেরিকান নাগরিক এবং দেশটির স্থায়ী বাসিন্দারা করোনা আক্রান্ত হলে তাদের দেশে ফেরা ঠেকাতে একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ। তবে, প্রেসিডেন্টের এই ক্ষমতা রয়েছে কিনা সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, খসড়া প্রস্তাবে বলা হয়েছে, কোনো কর্মকর্তা যদি করোনাভাইরাসে সংক্রমিত হয় বা এর সংস্পর্শে এসেছে তবে তার যুক্তরাষ্ট্র প্রবেশ বন্ধ করে দিতে হবে।  

এর আগে করোনার ঝুঁকি এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দেশটিতে বিদেশীদের প্রবেশ বন্ধ করে দিয়েছিলেন কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক ও দেশটির স্থায়ী বাসিন্দারা তখন এই আইনের আওতাধীন ছিলেন না।

বিডি প্রতিদিন/এজে

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর