শিরোনাম
৭ সেপ্টেম্বর, ২০২০ ০৯:৪১

টেক্সাসে ট্রাম্পের সমর্থনে নৌ-মিছিলে নৌকাডুবি

অনলাইন ডেস্ক

টেক্সাসে ট্রাম্পের সমর্থনে নৌ-মিছিলে নৌকাডুবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে আয়োজিত যুক্তরাষ্ট্রের টেক্সাসের ট্রাভিস হ্রদের একটি নৌ-মিছিলে কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। শনিবারের ওই মিছিলে আড়াই হাজারেরও বেশি লোক যোগ দেয়।  টেক্সাসের রাজধানী অস্টিনের নিকটবর্তী ট্রাভিস হ্রদের এ ঘটনায় কেউ জখম হননি বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর সিএনএন'র।

ট্রাভিস কাউন্টি শেরিফ দফতরের সরকারি তথ্য কর্মকর্তা ক্রিস্টেন ডার্ক বলেছেন, ‘বহু নৌকা এসে জড়ো হয়েছিল, সেগুলোর মধ্যে বেশ কয়েকটি ডুবে গেছে।’ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাভিস হ্রদ কলোরাডো নদীর একটি জলাধার, এখানে নৌকা চালনা, মাছ ধরা, সাঁতারসহ বিভিন্ন বিনোদনমূলক উপলক্ষে বহু লোকের সমাগম হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, পাশাপাশি বহু জলযান একসঙ্গে ছুটতে শুরু করায় প্রচুর ঢেউ তৈরি হওয়ার কারণে সম্ভবত এ ঘটনাটি ঘটেছে। গণমাধ্যমে আসা বিভিন্ন ছবিতে ট্রাম্পের প্রচারণামূলক পতাকা লাগানো বহু নৌকাকে পাশাপাশি চলতে দেখা গেছে।

ডুবে যাওয়া নৌকাগুলোর আরোহীদের পানি থেকে উদ্ধার করা হয়েছে, তবে কেউ আঘাত পায়নি। ফেসবুকের মাধ্যমে আয়োজিত ‘লেক ট্রাভিস ট্রাম্প বোট প্যারেড’-এ দুই হাজার ৬০০ জনেরও বেশি লোক উপস্থিত থাকবে বলে ঘোষণা দিয়েছিল। আয়োজকরা স্পিডবোটগুলোকে ঘণ্টায় ১৬ কিলোমিটার বেগে চালানোর নির্দেশনা দিয়েছিল।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর