১ অক্টোবর, ২০২০ ০১:৩৭

এইডসকে হার মানানো বিশ্বের প্রথম ব্যক্তির মৃত্যু ক্যান্সারে

অনলাইন ডেস্ক

এইডসকে হার মানানো বিশ্বের প্রথম ব্যক্তির মৃত্যু ক্যান্সারে

টিমোথি রয় ব্রাউন

মরণব্যাধি এইডস থেকে সুস্থ হওয়া বিশ্বের প্রথম ব্যক্তি টিমোথি রয় ব্রাউন আর নেই। আরেক প্রাণঘাতী রোগ ক্যান্সারের কাছে হার মানলেন তিনি।

যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ব্রাউনকে বলা হতো ‘দ্য বার্লিন প্যাশেন্ট’। জার্মানির বার্লিনে তিনি এইডসের চিকিৎসা নিয়েছিলেন।
২০০৭ সালে প্রাকৃতিকভাবে এইচআইভি প্রতিরোধী একজন দাতা থেকে ব্রাউনের শরীরে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়।
এর ফলে তাকে আর বেশি দিন এইচআইভি প্রতিরোধী ওষুধ নিতে হয়নি এবং ভাইরাসমুক্ত হন। এই এইচআইভি ভাইরাস থেকেই সৃষ্টি হয় এইডস রোগের।

১৯৮০-র দশকের শুরুতে রোগটি চিহ্নিত করার পর থেকে ২০১৭ সাল পর্যন্ত সারা বিশ্বব্যাপী এইডসে আনুমানিক ৩ কোটি ৫০ লাখ লোক মারা গেছেন।

এই রোগ প্রতিরোধে ১৭০টি দেশে কাজ করা দ্য ইন্টারন্যাশনাল এইডস সোসাইটি জানায়, এইচআইভি থেকে যে সুস্থ হয়ে ওঠা সম্ভব, পৃথিবীকে সেই আশা জুগিয়েছিলেন ব্রাউন।

৫৪ বছর বয়সী ব্রাউনের জন্ম মার্কিন শহর সিয়াটলে। কিন্তু তিনি পড়াশোনার জন্য থাকতেন বার্লিনে। সেখানে তিনি এইচআইভি ভাইরাসে আক্রান্ত হন।

পরবর্তীতে দীর্ঘ চিকিৎসার পর ২০০৮ সাল এইডসবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ঘোষণা করা হয়, মরণব্যাধি এইডসকে জয় করেছেন ব্রাউন।

সেসময় তিনি বলেছিলেন, ‘আমিই একমাত্র এইডস থেকে সুস্থ ব্যক্তি হতে চাই না।’ এর মাধ্যমে পৃথিবীজুড়ে এইডস রোগীদের জন্য আশার বাতিঘর হয়ে উঠেছিলেন ব্রাউন।

কিন্তু ২০০৭ সালে তিনি লিউকোমিয়া ক্যানসারে আক্রান্ত হন। এইডসের চিকিৎসা নিতে গিয়ে তার অস্থিমজ্জা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেখানে বাসা বাধে ক্যান্সার।  

সূত্র: বিবিসি 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর