ভাষণ দিতে গিয়ে মাঝে মাঝে কাশছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কেশেই এক ঢোক পানি খেয়ে নিচ্ছেন। হংকং ভিত্তিক সংবাদমাধ্যমে একটি ভিডিও সামনে আনতেই বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
মার্কিন প্রেসিডেন্টের পরে তিনিও করোনার শিকার হলেন? এই প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। ওই সংবাদমাধ্যমের দাবি, শেনঝেনে কমিউনিস্ট পার্টির বৈঠকে বক্তব্যের মাঝে শি জিনপিং যখন কাশছেন, ভিডিওর ওই অংশগুলো কেটে দিয়েছে চীনা সংবাদমাধ্যম। কিন্তু কাশির শব্দ ধামাচাপা দিতে পারেনি তারা।
রাজনৈতিক মহলের দাবি, তিনি তো একা নন, করোনায় আক্রান্ত হয়েছেন ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোও বাদ যাননি। জিনপিং যদি সত্যিই অসুস্থ হয়ে থাকেন, তাহলে বিষয়টি সামনে নিয়ে আসা প্রয়োজন। করোনা সঙ্কটে চীনের বিরুদ্ধে বারবার অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। বহুবার তাকে মাস্ক ছাড়াও দেখা গেছে। এই কারণেই বিতর্কের মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার কি তাহলে চীনের প্রেসিডেন্টের পালা?
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন