যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা রবার্ট টি. ব্রুকম্যানের বিরুদ্ধে ২০০ কোটি ডলারের কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে। এটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় পরিমাণ কর ফাঁকির অভিযোগ বলে অভিহিত করা হয়েছে। স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর উদ্ধৃতি দিয়ে ১৭ অক্টোবর এ খবর প্রকাশ করেছে সিএনএন।
প্রযুক্তি খাতের মোগল হিসেবে খ্যাত রবার্ট টি. ব্রুকম্যান সফটওয়্যার কোম্পানি রেনোল্ডস অ্যান্ড রেনোল্ডসের প্রধান নির্বাহী। তার বিরুদ্ধে তারের জালিয়াতি, অর্থ পাচার ও বেশ কিছু অভিযোগ রয়েছে। প্রায় ২০ বছর ধরে ২০০ কোটি ডলার কর ফাঁকি দিতে তিনি এসব অপরাধ করেছেন। অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ ও নিজের কোম্পানিতে বিনিয়োগকারীদের ধোঁকা দিতেই তিনি এসব করেছেন বলে দাবি কর্তৃপক্ষের।
চলতি মাসের শুরু রবার্ট টি. ব্রুকম্যানের বিরুদ্ধে ৩৯টি অভিযোগ আনা হয় ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিকে।
বিডি প্রতিদিন/ফারজানা