রাশিয়া বলেছে ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর দেশটির সঙ্গে সামরিক ও কৌশলগত সহযোগিতা অব্যাহত থাকবে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের উদ্ধৃতি দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।
রবিবার এ বিষয়ে রিয়াবকভ বলেন, ইরানের সঙ্গে বহুমুখী সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করছে রাশিয়া। সামরিক এবং কৌশলগত সহযোগিতা এবং দুপক্ষের পারস্পরিক প্রস্তুতির উপর ভিত্তি করে এই সহযোগিতা আস্তে ধীরে এগিয়ে যাবে।
রিয়াবকভ বলেন, আমেরিকার নিষেধাজ্ঞার ভয়ে রাশিয়া মোটেই ভীত নয় কারণ আমেরিকার এ ধরনের আচরণের সঙ্গে ক্রেমলিন পূর্ব পরিচিত।
ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে। এখন থেকে ইরান তার প্রয়োজন মতো অস্ত্র বেচা-কেনা করতে পারবে। তবে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য আমেরিকা গত কয়েক মাস ধরে অব্যাহত প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সব সদস্য ইরানের ওপর এই অন্যায় নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে ছিল না, এমন কি আমেরিকার মিত্র দেশগুলোও এই ইস্যুতে ইরানের পক্ষ নেয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন