চীনে প্রাণীদের একটি চিড়িয়াখানায় ভালুকের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক কর্মী। ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ। চীনে এ ধরনের ঘটনা খুবই বিরল।
চিড়িয়াখানায় হিংস্র বন্য প্রাণী থাকে এমন কিছু অংশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দর্শনার্থীদের টাকাও ফেরত দেওয়া হচ্ছে। ওই অংশে শুধু বাসে করেই যেতে পারতেন দর্শনার্থীরা।
গত শনিবার শাংহাই ওয়াইল্ডলাইফ পার্কের ভেতরে পর্যটকদের বাসের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাসে ভেতরে থাকা এমন দৃশ্য দেখে পর্যটকরা ভয়ে চিৎকার করছিলেন। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ ঘটনায় ক্ষমা চেয়ে নিরাপত্তা আরও বাড়ানো হবে অঙ্গীকার করেছে।
বিডি প্রতিদিন/ফারজানা