২৬ অক্টোবর, ২০২০ ০১:১১

অন্যায় আচরণের প্রতিবাদে ৯০ দিন ধরে ইসরায়েলে অনশনে ফিলিস্তিনি বন্দী

অনলাইন ডেস্ক

অন্যায় আচরণের প্রতিবাদে ৯০ দিন ধরে ইসরায়েলে অনশনে ফিলিস্তিনি বন্দী

মাহের আল আখরাস

টানা ৯০ দিন ধরে দখলদার ইসরায়েলে কারাগারে অনশন করছেন ফিলিস্তিনি বন্দী মাহের আল আখরাস। মাহের আল আখরাসকে অবিলম্বে মুক্তি দিতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার পোস্টে লিখেছে, তিন মাস ধরে কোনো অভিযোগ ছাড়াই মাহের আল আখরাসকে বন্দী করে রেখেছে দখলদারেরা। তিনি অনশন করছেন, পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রতিবাদ অব্যাহত রয়েছে। এরপরও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। ইরান অবিলম্বে দখলকার ইসরায়েলের এ ধরনের অন্যায় তৎপরতার অবসান চায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, নির্বিচারে ফিলিস্তিনিদের আটক করার প্রবণতা বন্ধ করতে হবে।

গত ২৭ জুলাই দখলদার বাহিনী পশ্চিম জেনিন শহর থেকে ৪৯ বছর বয়সী মাহের আল আখরাসকে বিনা অভিযোগে আটক করেছে। নিজের আটক এবং অন্যান্য ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদে টানা ৯০ দিন ধরে অনশন করছেন  মাহের আল আখরাস।

ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে অমানবিক আচরণের ঘটনা এই প্রথম নয়, প্রতিষ্ঠার পর থেকেই এ ধরনের তৎপরতা অব্যাহত রেখেছে তারা।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর