ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাদের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে সৌদি আরবে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে দূতাবাস। সৌদি আরবের বিমান হামলার প্রতিশোধ হিসেবে হুথি সমর্থিত সেনারা এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে মার্কিন নাগরিকদের জন্য অ্যালার্ট জারি এবং প্রয়োজনীয় পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়েছে, আজ রিয়াদ অভিমুখে হুথি সমর্থিত সেনারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাবে বলে খবর পাওয়া গেছে।
তবে মার্কিন দূতাবাসের এ বিবৃতি হামলা সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি। একইদিনে ইয়েমেনের সেনারা আবহা বিমানবন্দরের সুরক্ষার জন্য নিজেদের তৈরি কাসেফ-২ কম্ব্যাট ড্রোন মোাতয়েন করেছে। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক