২৯ নভেম্বর, ২০২০ ১৩:০৯

পরমাণু বিজ্ঞানী হত্যা ইস্যুতে ইরানকে সংযমের আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক

পরমাণু বিজ্ঞানী হত্যা ইস্যুতে ইরানকে সংযমের আহ্বান জাতিসংঘের

ইরানের জ্যৈষ্ঠ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিযাদে রাজধানী তেহরানের কাছে আততায়ীর আক্রমণে মারা গেছেন। আততায়ীরা প্রথমে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে এবং তার পর তাকে গুলি করে। ফখরিযাদে "ইরানে বোমার জনক" হিসেবে পরিচিত ছিলেন।

এদিকে, শীর্ষ এই পরমাণুবিজ্ঞানীকে হত্যার ঘটনায় ইরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শনিবার জাতিসংঘের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।

এ বিষয়ে জাতিসংঘের মুখপাত্র বলেন, আমরা সকল ধরণের হত্যা বা বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে। আমরা এমন সেই সব পদক্ষেপ এড়ানোর আহ্বান জানাই যা এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। পাশাপাশি আমরা সংযমের আহ্বান জানাচ্ছি।

শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন দেশটির শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে। ফাখরিজাদেহকে ওপর হামলার পেছনে ইসরাইল রয়েছে বলে দাবি করছে ইরান।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর