৫ ডিসেম্বর, ২০২০ ১৩:০৬

চীনে কয়লা খনিতে আটকে ১৮ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চীনে কয়লা খনিতে আটকে ১৮ শ্রমিকের মৃত্যু

সংগৃহীত ছবি

চীনের দক্ষিণপশ্চিমের নগরী চংকিংয়ে একটি কয়লা খনিতে আটকে পড়ে ১৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ওই কয়লা খনিতে গতকাল শুক্রবার (৪ দীশেম্বোড়) স্থানীয় সময় বিকালে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা হঠাৎ করে অনেক বেড়ে গেলে খনির ভেতর ২৪ জন শ্রমিক আটকা পড়েন। ১৮টি মৃতদেহ উদ্ধারের পাশপাশি নিখোঁজ বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ওই অঞ্চলে মাত্র দুই মাসের মধ্যে এটি দ্বিতীয় বৃহৎ খনি দুর্ঘটনা। এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে চংকিংয়েরই সংযাও কয়লা খনিতে কার্বন মনোক্সাইড গ্যাস বেড়ে যাওয়া ভেতরে আটকা পড়ে ১৬ শ্রমিকের মৃত্যু হয়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর