হলিউড সিনেমার মতই নিজের সেনাদের শক্তি বৃদ্ধিতে লেগে পড়েছে চীন সরকার। রিল লাইফের গল্পের মতই রিয়েল লাইফে নিজের সেনাদের জেনেটিক পরিবর্তন করে ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনায় রয়েছেন চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং। সেলুলয়েডের সৈনিকদের মতই ক্ষমতা সম্পন্ন করতে উদ্যত চীন। খবর দ্য গার্ডিয়ানের।
জেনেটিক পরিবর্তন করে চাইনিজ সেনাদের শারীরিক ক্ষমতার বৃদ্ধি করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে চীন সরকার। আমেরিকার গোয়েন্দা সংস্থা, ন্যাশানাল ইন্টেলিজেন্সের নির্দেশক জন র্যাটক্লিফ এই বিষয়ে দাবি করেছেন, আমেরিকার সুরক্ষার সবথেকে বড় বিপদ হতে চলেছে চাইনিজ সেনাবাহিনী। চীনের ক্ষমতার খিদের কোন সীমা পরিসীমা নেই। তারা যা কিছু করতে পারে।
জন র্যাটক্লিফের এই কথায় শোরগোল ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। এই জন র্যাটক্লিফ একসময় রিপাবলিকান পার্টির সংসদ পদেরও কর্মকর্তা ছিলেন। জন র্যাটক্লিফ দাবি করেছেন, চীন ঠিক হলিউডের চলচিত্রে দৃশ্যমান সেনাদের ন্যায় নিজের দেশের সেনাদের শক্তিশালী করার লক্ষ্যে এগোচ্ছে।
গতবছর মার্কিন সংবাদপত্রে ঠিক এমনই একটি সংবাদ প্রকাশিত হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল - চীন জিন অ্যাডেটিক টেকনোলজির ব্যবহার করে সেনাদের ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করছে। চীনা বিশেষজ্ঞরা এই জন্য CRISPR পদ্ধতির ব্যবহার করছে। এই পদ্ধতি ব্যবহার করে জেনেটিক রোগের চিকিৎসা এবং উদ্ভিদের পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক