পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে অজ্ঞাতসারে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ে লাইবা জাবেইর (১৭) এবং সানা জাবেইর (১৩) নামে দুই কিশোরী। সম্পর্কে তারা দুই বোন।
রবিবার ভুলক্রমে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়ে তারা। এ ঘটনায় ভারতীয় সীমান্তে দায়িত্বপ্রাপ্ত সেনারা তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখেছে। এ ঘটনায় তাদেরকে দ্রুত বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু করে ভারতীয় সেনাবাহিনী।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার পুঞ্চ এলাকায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়ে ওই দুই বোন। তারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কাহুতার আব্বাসপুরের বাসিন্দা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন