ভারতের কৃষি আইনের বিরোধিতায় এবং কৃষককের আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করেছে কয়েক হাজার প্রবাসী ভারতীয়। রবিবার লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করে তারা। প্রায় কয়েক হাজার প্রবাসী সেখানে জমায়েত হন। দূতাবাসের সামনে শুরু হয়ে পদযাত্রাটি ট্রাফলগার স্কয়ারে শেষ হয়।
স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে জানান হয়েছে, আইনানুগ ব্যবস্থার কথা ভারতীয় প্রবাসীদের জানান হলেও লাভ হয়নি। ফলে গ্রেফতার করতে হয়েছে অনেককেই।
অন্যদিকে, শুধু লন্ডনই নয়, বিক্ষোভ হয়েছে নিউইয়র্ক, টরন্টো, সানফ্রান্সিসকো, বার্লিনসহ বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসের সামনে।
কোন ধরনের আলোচনা ছাড়াই সম্প্রতি ভারতে তিনটি কৃষি আইন সংশোধন করে মোদি সরকার। যার আওতায় মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে যে কোন মূল্যে কৃষকদের কাছ থেকে ফসল কিনতে পারবে ব্যবসায়ীরা।
কৃষকদের শঙ্কা, এতে ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে কম দামে শস্য কিনবে। তাই প্রতিবাদে রাজধানী দিল্লির উপকণ্ঠে বিক্ষোভ করছেন ভারতীয় কৃষকরা।
বিডি প্রতিদিন/আরাফাত