পাকিস্তানের ১১ দলীয় বিরোধী জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে ৩১ জানুয়ারির মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে। সোমবার জমায়েতে ওলামায়ে ইসলাম নেতা মাওলানা ফজলুর রহমান এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেন। খবর এএনআই নিউজ এর।
এসময়ের মধ্যে পদত্যাগ না করলে বিরোধী দলগুলো ইসলামাবাদের লংমার্চের মতো তীব্র আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে। ফজলুর রহমান বলেন, আজ আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই যে ৩১ জানুয়ারির মধ্যেই পদত্যাগ করুন। অস্বীকৃতি জানালে আগামী ১ ফেব্রুয়ারি পিডিএমের নেতৃত্বের একটি বৈঠক হবে। এবং ওই বৈঠকে ইসলামাবাদের দিকে লংমার্চের তারিখ ঘোষণা করা হবে।
এসময় তিনি পিডিএমের সমস্ত দলীয় কর্মী এবং পাকিস্তানের জনগণকে লংমার্চের প্রস্তুতি শুরু করার আহ্বান জানান। লাহরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পিএমএল-এন'র মেরিয়াম নওয়াজ, পিপিপির প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারি এবং অন্যান্য বিরোধী নেতারা।
বিডি-প্রতিদিন/শফিক