নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি স্কুল থেকে বোকো হারাম সশস্ত্র গোষ্ঠী দ্বারা অপহরণ হওয়া কমপক্ষে ১৭ জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবারের এ অভিযানে ২ জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন।
কাটসিনা রাজ্যের গভর্নর আমিনু মাসারী এ বিবৃতিতে জানান, শুক্রবার কাটসিনার স্কুল থেকে কয়েকজন ছাত্রকে অপহরণের পর তিনি একটি অভিযান চালানোর নির্দেশ দেন।
এর আগে, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গত শুক্রবার একটি স্কুলে হামলার পর নিখোঁজ থাকা প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে অপহরণের দায় স্বীকার করে বোকো হারাম। এক অডিও বোকো হারাম এ দায় স্বীকার করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। নিখোঁজ শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা এখনো পরিষ্কার নয়।
নাইজেরিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল জন এনেনচে জানিয়েছেন, প্রায় ৩৩৩ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। গত ১১ ডিসেম্বর কানকারা শহরের একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভারি অস্ত্রে সজ্জিত বন্দুকধারীরা গোলাগুলি চালিয়ে শিক্ষার্থীদের অপহরণ করে নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/শফিক